• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গৃহকর্মীকে মারধরের অভিযোগ, পরীমনির বিরুদ্ধে জিডি

প্রকাশিত: ২৩:১২, ৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
গৃহকর্মীকে মারধরের অভিযোগ, পরীমনির বিরুদ্ধে জিডি

পরীমনি (ফাইল ছবি)

এবার গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্মী পরীমনির বিরুদ্ধে থানায় জিডিও করেছেন। 

জানা গেছে, পরীমনির এক বছরের দত্তক মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেন তিনি।  এ ঘটনায় পিংকি আক্তার নামের সেই গৃহকর্মী ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই জিডিটি করেন পিংকি আক্তার।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

উল্লেখ্য, এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরীমনির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2