পরকীয়া করলে পাথর নিক্ষেপ করে মারার আইন করবো: অপু বিশ্বাস

অপু বিশ্বাস
শাকিব খানের নায়িকা হয়ে ব্যাপক জনপ্রিয়তা পান ঢালিউড কুইন অপু বিশ্বাস। একের পর এক হিট সিনেমা উপহার দেন এই নায়িকা। ক্যারিয়ার যখন তুঙ্গে ঠিক তখনই শাকিব খানকে অপুর বিয়ে করা নিয়ে তৈরি হয় ব্যাপক আলোচনা।
২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছেলেকে কোলে নিয়ে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস। এই ঘটনার প্রেক্ষিতে দূরত্ব তৈরি হয় শাকিব খান ও অপু বিশ্বাসের। পরবর্তীতে যা রূপ নেয় ডিভোর্সে।
জানা যায়, ডিভোর্সের পরও সন্তানের জন্য প্রায় সময় দেখা হয় শাকিব খান ও অপু বিশ্বাসের। নানা সময় শাকিব খানকে নিয়ে প্রশংসা করতে শোনা যায় অপুর মুখে। সেই সঙ্গে আরও একটি বিষয় নিয়ে সরব অপু বিশ্বাস, আর তা হলো বিবাহ বহিরভূত প্রেম।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বলেন, এখনকার সময়ে আমাদের সমাজে পরকীয়া বেড়ে গেছে। স্ত্রী আছে জেনেও অনেক মেয়ে দেখবেন অন্যের স্বামীর সঙ্গে পরকীয়ায় যুক্ত হয়। এসব ঘটনা অহরহ ঘটছে।’
অপু বিশ্বাস আরও বলেন, যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আইন করে পরকীয়া বন্ধ করতাম। এমন আইন জারি করব যে, দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।’
এদিকে ২০২২ সালে শাকিব খানের সন্তান নিয়ে হাজির হন চিত্রনায়িকা বুবলী। জানা যায়, অপুর সঙ্গে বিচ্ছেদ হওয়ার আগেই বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান শাকিব। বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক গড়ে ওঠে ২০১৬ সালে। সেই সময় শাকিব খান বিবাহিত ছিলেন। তবে প্রায় তিন বছর এই সম্পর্কের পর ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানকে বিয়ে করেন বুবলী।
বিভি/জোহা
মন্তব্য করুন: