গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে তারকাদের ক্ষোভ

বিদায় রাফাহ্-গা'জার জান্নাতি শহীদেরা। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আর তাদের নিকৃষ্ট শাসকরা আনন্দে থাকুক জ্বলন্ত জমিনের দোজখে। এমন কিছু শব্দ নিজের ফেসবুকে লিখে গাজায় ইসরালি নির্মম হত্যার প্রতিবাদ জানান বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। ক্ষোভ প্রকাশ করছে বিশ্ববাসী। গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে 'গ্লোবাল স্ট্রাইকস ফর গাজা' কর্মসূচির ডাক দেয়া হয়েছে। শিক্ষার্থীরা করছে ক্লাস ও পরীক্ষা বর্জন।
ইসরাইলের এমন নির্মম গণহত্যা নাড়া দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকাদেরও। সামাজিক মাধ্যমে সরব হয়েছেন সেলিব্রেটিরা। ঢাকাই সিনেমার মেগাঁস্টার শাকিব খান তার নিজের ফেসবুকে লেখেন, গা' জা শুধু একটি ভৌগোলিক নাম নয়, এটি যেন আজ নির্যাতিত মানুষের প্রতীক! দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করতে না পারা! তাদের পাশে আছি - ভালোবাসা, সংহতি, আর শান্তির প্রত্যাশায়।
এদিকে জয়া আহসান লিখেছেন, হ্যাঁ! অবশ্যই সংহতি ইসরাইলি দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে। তিনি অপর একটি স্ট্যাটাসে আরও লেখেন দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে। বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রূক্ষেপ করবে না, সেটা জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে বেশুমার শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে? মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।
গোটা একটা দেশের মানুষ কে রক্ষা করতে পারলাম না কেউ। নিষ্ঠুর এই পৃথিবীতে দ্রুত কেয়ামত নেমে আসুক! এমনভাবেই ইসরালি হামলার প্রতিনবাদ জানিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সোশ্যাল ইনফুলেঞ্জার তাসরিফ খান।
চিত্রনায়ক সিয়াম আহমেদ নিজের ফেসবুকে লেখেন, আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো? ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারি নি।
এদিকে গাজার ধ্বংসস্তূপের ছবি দিয়ে চিত্রনায়িকা বুবলী লিখেছেন, আল্লাহ সহায় হোন।
ফেসবুকে গাজায় ইসরায়েলি হামলার একটি ছবি পোস্ট করে অভিনেত্রী তমা মির্জা লেখেন, এটা গোটা মুসলিম দেশের মুসলমানদের শাহাদতের চিত্র!’ এছাড়া নির্মাতা আশফুক নিপুণসহ দেশ-বিদেশের অনেক তারকা গাজায় ইসরালি হামনা প্রতিবাদ ও নিন্দা জানান।
বিভি/জোহা
মন্তব্য করুন: