আবার আবাবিল পাখি প্রয়োজন: ওমর সানী

ফেসবুক থেকে গৃহীত ছবি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রতিদিনই বাড়ছে ইসরায়েলি হামলার তীব্রতা। এতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। ক্ষোভ প্রকাশ করছে বিশ্ববাসী। গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে 'গ্লোবাল স্ট্রাইকস ফর গাজা' কর্মসূচির ডাক দেয়া হয়েছে। শিক্ষার্থীরা করছে ক্লাস ও পরীক্ষা বর্জন।
ইসরাইলের এমন নির্মম গণহত্যা নাড়া দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকাদেরও। সামাজিক মাধ্যমে সরব হয়েছেন সেলিব্রেটিরা। এ নিয়ে সরব হয়েছেন চিত্রনায়ক ওমর সানী।
সোমবার (৫ এপ্রিল) ঢাকাই সিনেমার এ নায়ক নিজের ফেসবুকে লিখেছেন, হে আল্লাহ, আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
ওমর সানীর এই পোস্ট সঙ্গে সঙ্গে নজর কেড়েছে নেটিজেন ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। মন্তব্যের ঘরে সহমত পোষণ করে গাজাবাসীর এমন কঠিন পরিস্থিতিতে সবাইকে প্রার্থনার কথাও লিখেছেন কেউ কেউ।
বিভি/জোহা
মন্তব্য করুন: