পরিচালকের মুখে কালি মাখালে মোটা অংকের টাকা পুরস্কারের ঘোষণা

অনুরাগ কাশ্যপ, বলিউডের প্রখ্যাত পরিচালক ও অভিনেতা। সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য করে চরম সমালোচনার মুখে পড়েছেন তিনি। তার আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছে গোটা ব্রাহ্মণ সম্প্রদায়। যদিও এর পরপরই ক্ষমা চেয়েছেন অনুরাগ। তবুও বিক্ষোভ থামেনি। বরং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, ভারতের একটি প্রভাবশালী ব্রাহ্মণ গোষ্ঠীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, কেউ যদি অনুরাগ কাশ্যপের মুখে কালি মেখে দিতে পারে, তবে তাকে দেওয়া হবে নগদ এক লাখ রুপি পুরস্কার। শনিবার (১৯ এপ্রিল) এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত এক পণ্ডিত বলেন, অনুরাগ কাশ্যপের মন্তব্য শুধু অশালীনই নয়, এটি ব্রাহ্মণদের অপমান। তাকে শিক্ষা দেওয়া প্রয়োজন।
ঘটনার সূত্রপাত হয় পরিচালক অনন্ত মহাদেবনের আসন্ন সিনেমা ‘ফুলে’ নিয়ে। সিনেমাটির সেন্সরের বাধায় পড়লে, অনন্তের পাশে দাঁড়িয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট দেন অনুরাগ কাশ্যপ। সেখানে এক নেটিজেনের আক্রমণের জবাবে তিনি লেখেন, “ব্রাহ্মণদের ওপরে আমি মূত্রত্যাগ করি… সমস্যা আছে?” তার এই মন্তব্য ভাইরাল হয়ে পড়ে এবং এর পরদিনই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।
বিতর্ক বাড়তে থাকলে শেষমেশ শুক্রবার অনুরাগ নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তার এই ক্ষমা ব্রাহ্মণদের ক্ষোভ প্রশমিত করতে পারেনি। এখন পর্যন্ত এই বিষয়ে অনুরাগ কাশ্যপের পক্ষ থেকে নতুন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনার পর অনুরাগ কাশ্যপকে ঘিরে আরও একাধিক বিতর্ক দেখা দিয়েছে। তার বলিউড ছাড়ার সিদ্ধান্তকে এ ঘটনারই ফল বলে ব্যাখ্যা করছেন কেউ কেউ।
বিভি/টিটি
মন্তব্য করুন: