শ্বশুরের জন্য দোয়া চাইলেন রিয়াজ

শ্বশুর আবু মহসিন খান-এর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন চিত্রনায়ক রিয়াজ। বলেন, ‘আমার শ্বশুরের জন্য আপনারা দোয়া করবেন।’
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের বলেন, ময়নাতদন্ত শেষে ধানমন্ডি সাত নম্বর বাইতুল আমান জামে মসজিদে জানাজা হবে। বাদ আসর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন কবরস্থানে আমার তাঁকে দাফন করা হবে। মৃত্যুর আগে আমার শ্বশুর এই কবরস্থানের কথা বলে গিয়েছিলেন।
রিয়াজ জানান, তাঁর শাশুড়ি ও শ্যালক অস্ট্রেলিয়াতে আছেন।
নিজ ফ্ল্যাটে বুধবার রাত ৯টার দিকে ফেসবুক লাইভে এসে কিছু সময় কথা বলার পর মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন মহসিন। খবর পেয়ে রাতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে সকাল সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্ত শুরু হয়। ফরেনসিক বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস দুপুর ১টায় ময়নাতদন্ত শেষ করেন। তিনি বলেন, ‘মহসিন-এর মাথা থেকে একটি গুলি পাওয়া গেছে।’
মাথায় গুলি করার আগে ফেসবুক লাইভে মহসিন বার্ধক্যের নিঃসঙ্গতা, পরিবার নিয়ে হতাশার কথা বলেন। এক নিকটাত্মীয়ের মৃত্যুর কথা উল্লেখ করে দুঃখও প্রকাশ করেন তিনি।
আত্মহত্যার ঘটনায় ধানমন্ডি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিভি/এনএম/এএন
মন্তব্য করুন: