• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণের আপিল শুনানি আজ

প্রকাশিত: ১১:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণের আপিল শুনানি আজ

ফাইল ছবি

চিত্রনায়ক জায়েদ খান-এর প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা দিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে নিপুণ আক্তারের আবেদনের শুনানি আজ বুধবার (৯ ফেব্রুয়ারি)।

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান-এর চেম্বার আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) নিপুণ-এর আবেদনের বিষয়টি উপস্থাপন করা হলে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান-এর চেম্বার আদালত এই বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

নিপুণ আক্তার-এর পক্ষে তাঁর সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ আবেদনটি আদালতে উপস্থাপন করেন। এরপর এই আদেশ দেন আদালত। আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আদালতে আজ নায়ক জায়েদ খান-এর পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম। সংগে থাকবেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। চিত্রনায়িকা নিপুণ-এর পক্ষে থাকবেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান।

প্রসংগত, গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ শেষে শনিবার ভোরে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহিদুল হারুন এফডিসিতে ফলাফল ঘোষণা করেন। তাতে গত দুই মেয়াদে শিল্পী সমিতির সভাপতি থাকা মিশা সওদাগরকে ৪৩ ভোটে হারিয়ে এবার সভাপতি হন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক পদে জায়েদ খান-এর কাছে ১৩ ভোটে হারেন ইলিয়াস কাঞ্চন-এর প্যানেলের প্রার্থী নিপুণ আক্তার।

তবে অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগ এনে নির্বাচনী আপিল বোর্ডে জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নু’র পদ বাতিলের আবেদন করেন নিপুণ আক্তার। সেই আবেদনের বিষয়ে নির্বাচনী আপিল বোর্ডকে সিদ্ধান্ত নিতে সমাজসেবা অধিদফতর চিঠি দেয়। এরপর জায়েদ খান ও চুন্নু’র বিষয়ে বৈঠকে বসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ড। বৈঠক শেষে বোর্ডের প্রধান চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান জা‌য়ে‌দ খান-এর প্রার্থিতা বাতিল বলে সাধারণ সম্পাদক পদে নিপুণ‌কে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন। পরদিন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের বিজয়ীরা শপথ নেন।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2