এবার জায়েদ খানকে বয়কটের ডাক দিলো এফডিসির ১৮টি সংগঠন

সিনেমা সংশ্লিষ্ট ১৮ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বয়কট করেছে।
শনিবার (৫ মার্চ) চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান স্বাক্ষরিত লিখিত বিবৃতির মাধ্যমে এই বয়কটের ডাক দেয় সংগঠনটি।
বিবৃতিতে জানানো হয়, ‘শনিবার চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও চলচ্চিত্র সংগঠনে এই সিদ্ধান্তে উপনীত হয় যে, জায়েদ খানের সাথে উক্ত সংগঠনগুলোর কোনরুপ সম্পর্ক থাকবে না। আলোচনায় সদ্য হয়ে যাওয়া শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কথা বলেন অনেকেই।
আলোচকরা বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পি সমিতির নির্বাচনে চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো সংগঠনের সদস্য বিএফডিসিতে প্রবেশ করতে পারেনি শুধু শিল্পী সমিতির ভোটার ছাড়া। বিষয়টি চলচ্চিত্র সংশ্লিষ্টদের সকলের জন্য অত্যন্ত অপমানজনক।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিএফডিসিতে প্রবেশ করতে না দেয়ায় জায়েদ খানের ভূমিকা প্রমাণিত। তাই সকল সংগঠনের নেতৃবৃন্দ এই সিদ্ধান্তে উপনিত হয়েছে। আজ থেকে জায়েদ খানকে আনুষ্ঠানিকভাবে বয়কট করা হলো।’
এই নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় জায়েদ খানের কোনো সিনেমাও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে না বলে জানানো হয়।
বিভি/ এসআই/ কেএস
মন্তব্য করুন: