ব্যাচেলর পয়েন্টে দেখা যাবে অভিনেত্রী পারসা ইভানাকে

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’৷ ইতিমধ্যে তিনটি সিজন শেষ হয়েছে নাটকটির। আগামী ১১ মার্চ থেকেই দেখা যাবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪।
রবিবার (৬ মার্চ) সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। ফ্রুটিকা নিবেদিত নাটকটি দেখা যাবে স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা ভিশনে। প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৮টা ২৫ মিনিটে নাটকটি টিভি চ্যানেলে প্রচারিত হবে।
কাজল আরেফিন বলেন, অমি পরিচালিত নাটকটিতে সিজন ৪-এ যুক্ত হয়েছেন অভিনেত্রী পারসা ইভানা। সর্বশেষ যিনি আলোচনায় ছিলেন ‘দই’ নাটকে শাবনূর চরিত্রে অভিনয় করে।
পারসা ইভানা বলেন ‘এটা খুবই আনন্দের আমার জন্য। গেলো কয়েক বছরে ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে যে মাতামাতি হচ্ছে তা তো সবাই জানেন। আমি নিজেও পরিবারের সবাইকে নিয়ে এই নাটক দেখে অনেক হেসেছি, এনজয় করেছি। এমন একটি নাটকের অংশ হতে পেরে ভালো লাগছে।’
বিভি/এএইচ/এএন
মন্তব্য করুন: