• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সোনাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ১৭:৪৬, ৬ মার্চ ২০২২

আপডেট: ২১:০৪, ৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সোনাক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

আইনের জটিল মারপ্যাচে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দিল্লির একটি আদালত। 

জানা গেছে, একটি অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অগ্রিম টাকা নিয়েও সেই অনুষ্ঠানে যোগদান করেননি সোনাক্ষী। অগ্রিম টাকা ফেরত না পেয়ে সোনাক্ষীর বিরুদ্ধে মামলা ঠুকে দেন অনুষ্ঠানের আয়োজক সংস্থা। 

ভারতীয় মিডিয়ার বরাতে জানা গেছে, ভারতের মোরাবাবাদ এলাকার বাসিন্দা ইভেন্ট ম্যানেজার প্রমোদ সিনহা দিল্লির একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানান সোনাক্ষীকে। এজন্য তাঁকে ৩৭ লাখ টাকা অগ্রিমও দেন। কিন্তু অনুষ্ঠানের দিন আয়োজিত সেই অনুষ্ঠানে হাজির হননি সোনাক্ষী। 

আরও পড়ুন:

ইভেন্ট ম্যানেজার প্রমোদ সিনহা সোনাক্ষীর ম্যানেজারের মাধ্যমে টাকা ফেরতের আবেদন জানান। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি সোনাক্ষী। 

প্রমোদের করা মামলায় সোনাক্ষীর আদালতে হাজির হওয়ার কথা ছিলো। কিন্তু সোনাক্ষী বারবার সময় দিয়ে হাজির না হওয়ায় দিল্লির একটি আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 

এ বিষয়ে সোনাক্ষীর এখনো কোন আইনি পদক্ষেপ গ্রহণের তথ্য পাওয়া যায়নি। 

বিভি/এসআই/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2