ভারতের সারেগামাপা-২০২২ জিতলো এবার নীলাঞ্জনা রায়

‘সারেগামাপা’ ভারতীয় সংগীত প্রতিভা অর্জনের এক ব্র্যান্ডিং নাম। গতকাল (৬ মার্চ) রাতে অনুষ্ঠিত হয়েছে ২০২২ আসরের গ্র্যান্ড ফিনালে। প্রতিযোগিতায় হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে নীলাঞ্জনা রায় নামে এক বাঙ্গালি তরুণী প্রথম হয়েছেন।
সারেগামাপা এর ফিনাল রাউন্ডে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমানে লড়াই করেছেন শারৎ শর্মা, নীলাঞ্জনা রায়, অনন্যা চক্রবর্তী, স্নিগ্ধাজিত ভৌমিক, রাজশ্রী বাগ, সঞ্জনা ভাট। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনা চ্যাম্পিয়ন হিসেবে পেয়েছেন ১০ লাখ রুপি পুরস্কার। আর দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে রাজশ্রী বাগ ও তৃতীয় শরৎ শর্মা। তারা পুরস্কার হিসেবে পেয়েছেন যথাক্রমে ৫ লাখ এবং ৩ লাখ রুপি।
বিজয়ী হয়ে নীলাঞ্জনা বলেন, দর্শকের মন জয় করাই ছিল আমার প্রধান উদ্দ্যেশ্য। দর্শকের অনেক সমর্থন ও দোয়া পেয়েছি। এই ট্রফি আমার জন্য বোনাস।’ দ্বাদশ শ্রেণী পড়ুয়া নীলাঞ্জনা রায় পড়াশোনার পাশাপাশি গান চালিয়ে যাবেন বলে জানান।
সারেগামাপা’র এবারের আসরের বিচারকের দায়িত্ব পালন করেন বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়া ও শঙ্কর মহাদেব।
বিভি/এসআই/রিসি
মন্তব্য করুন: