নেত্রী হয়ে ফিরছেন চিত্রনায়িকা বুবলী

চ্যালেঞ্জিং চরিত্র নেত্রী হয়ে এবার দর্শকের সামনে আসছেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানা গেছে, সাইফ চন্দনের পরিচালনায় ‘লোকাল’ নামে নতুন একটি ছবিতে চুক্তি বন্ধ হয়েছেন বুবলী। এই সিনেমাতেই বুবলীকে দেখা যাবে নেত্রী চরিত্রে।
পরিচালক সাইফ চন্দন গণমাধ্যমকে বলেন, ‘লোকাল’ সিনেমার জন্য ইতিমধ্যেই নায়িকা বুবলী’র সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। আশা করছি দেশীয় কোনো সুপার স্টার এই সিনেমাতে বুবলী’র সঙ্গে জুটি বেঁধে কাজ করবেন।
সাইফ চন্দন পুরোদস্তুর একটি মফস্বলের চিত্র ফুটে উঠবে এই সিনেমায়। মানুষদের সংগ্রাম, জীবন-যাপনসহ নানান সংস্কৃত ফুটে উঠবে। মানুষের জীবন যাপনে কিছু বাধা-বিপত্তি আসবে, এই সমস্যা সমাধানে নেতৃত্বের প্রয়োজনে পড়বে, তখনই নেত্রী হিসেবে আর্বিভূত হবেন বুবলী।
আরও পড়ুন:
বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’, ‘তালাশ’ ও ‘ক্যাসিনো’সহ বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে।
বিভি/এসআই/এএন
মন্তব্য করুন: