অভিনেত্রীর মন্তব্য সালমান খান ‘দুষ্টু’!

অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও সালমান খান
‘হাম আপকে হ্যায় কৌন’, ‘সাজান’, ‘হাম তুমহারে হ্যায় সনম’ সিনেমায় জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানের সাথে। এই অভিনেত্রী সম্প্রতি সালমান খানকে নিয়ে দুষ্টুমিষ্টি মন্তব্য করেছেন। সালমান খানকে ‘দুষ্টু’ বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। তিনি আর কেউ নন, ‘ধক ধক গার্ল’ খ্যাত নব্বইয়ের দশকের হলেও বর্তমানেও গ্ল্যামার ধরে রাখা অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
সম্প্রতি মাধুরী ভারতীয় গণমাধ্যমকে বলেন, শুটিংয়ের সময় চুপচাপ থাকা সালমান আসলে ভীষণ রকম দুষ্টু। সবসময় সময় ওর মাথায় দুষ্টু বুদ্ধি চলতে থাকে।
মাধুরী দীক্ষিত অভিনীত সবশেষ ছবি ‘কলঙ্ক’ মুক্তি পায় ২০১৯ সালে। এরপর সিনেমায় তার উপস্থিতি লক্ষ্য করা না গেলেও গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’।
সাল্লু ভাই এখন ব্যস্ত ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ নিয়ে। কিছুদিন আগে এই ছবির এক ঝলক প্রকাশ করা হয়েছে। ছবিটি ২০২৩ সালের ২১ এপ্রিল মুক্তি পাবে বলে জানানো হয়েছে।
বিভি/এসআই/এইচএস
মন্তব্য করুন: