• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সানি লিওন বাংলাদেশে!

প্রকাশিত: ১৭:৩৪, ১২ মার্চ ২০২২

আপডেট: ১৯:২৬, ১২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সানি লিওন বাংলাদেশে!

বাংলাদেশে এসেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন। শনিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনটাই বার্তা দিলেন এই অভিনেত্রী। 

ইনস্টাগ্রামে বাংলাদেশি সুরকার এবং গায়ক কৌশিক হোসেন তাপসকে সঙ্গে নিয়ে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সানি লিওন। 

ছবি শেয়ার করে তাতে স্ট্যাটাসে সানি লিওন লেখেন, ঢাকায় পরিবারের সাথে মজা করার কিছু সময়!

এরআগে ‘দুষ্টু পোলাপাইন’ শিরোনামে ঐশী’র গানে মডেল হয়েছিলেন বলিউডের আলোচিত নায়িকা সানি লিওন। 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

সানি লিওন পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিলেন গত ১১ মার্চ এমন তথ্য জানিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি সেদিন বলেন, একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে ভারতীয় ১০ জন তারকা ভিসার আবেদন করেছিলো। পরে যাচাই-বাছাইয়ে সানি লিওন-এর পরিচয় প্রকাশ পাওয়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তার ভিসা বাতিলের সুপারিশ করে।

তথ্যমন্ত্রী বলেন, ভিন্ন নামে, মার্কিন নাগরিক দেখিয়ে তার অনুমতি নেওয়া হয়েছিলো। তিনি যে পরিচয় গোপন করেছেন সেটা অপরাধ।
 
বিষয়টি জানার পর তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যারা গোপন করেছে তারা অন্যায় করেছে। যারা তাকে আনতে চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা ভাবছি।

এর আগে গত ৯ মার্চ সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে অভিনেত্রী করণজিৎ কর ওয়েভারের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।

‘সোলজার’ সিনেমার চিত্রায়ণে অংশ নেওয়ার কথা ছিলো সানি লিওন-এর। বাংলাদেশে কাজের অনুমতি চাওয়া হয়েছিলো সংশ্লিষ্ট দফতরে। নিয়ম মেনে আবেদন করেছিলো প্রযোজনা সংস্থা চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট। ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়েছিলেন তিনি।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunny Leone (@sunnyleone)

বিভি/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2