স্পেনে ফাঁস শাহরুখের ছবি, নেট দুনিয়ায় ভাইরাল!

যদিও সিনেমার মুক্তির তারিখ আগেই ঘোষণা করা হয়েছে কিন্তু সিনেমা সংশ্লিষ্ট কোনো বিষয় ভক্তদের জন্য শেয়ার করেননি শাহরুখ খান। কিন্তু শেষ রক্ষা হলো না, স্পেনের শ্যুটিং সেট থেকে শাহরুখের একটি ছবি ফাঁস হয়েছে যা রাতারাতি ভাইরাল হয়েছে।
জানা গেছে, সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির কাজের জন্য শাহরুখসহ পুরো টিম এখন স্পেনে। ফাঁস হওয়া ছবিতে দেখা যায় কেবল প্যান্ট পরে আছেন কিং খান। সুঠাম দেহে অ্যাবসগুলো স্পষ্ট, বড় চুলে চেহারায় এসেছে ব্যতিক্রম আকর্ষণ।
শুধু শাহরুখের ছবি নয় ফাঁস হয়েছে ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের ছবিও। সেখানে দেখা যায়, ক্যামেরাম্যান ও ক্রুদের পাশে বসে আছেন অভিনেত্রী। তার পরনে লাল রঙের একটি পোশাক।
দেশভক্তির গল্পে নির্মিত ‘পাঠান’ সিনেমায় শাহরুখের বিপরীতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম। সিনেমার একটি বিশেষ চরিত্রে সালমান খানকেও দেখা যাবে।
বিভি/এসআই/রিসি
মন্তব্য করুন: