• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এফডিসিতে নানান আয়োজন

প্রকাশিত: ১৪:০৬, ১৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এফডিসিতে নানান আয়োজন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান এবং জন্মদিন উদযাপনে নানান আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে কোরআন খতমের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা।

সকালে এফডিসির ভেতরে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সংশ্লিষ্ট অনেক সংগঠন। সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আহ্বায়ক অভিনেতা আলমগীর এ সময় উপস্থিত ছিলেন। জোহরের নামাজের পর দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হবে সকালের কার্যক্রম। 

বিকালের আলোচনায় রয়েছে কেক কাটা, আলোচনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনে ঢাকা ১৬ আসনের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে রংপুর ১ আসনের এমপি মশিউর রহমান রাঙা উপস্থিত থাকার কথা রয়েছে।  আয়োজনে রাত ৮টায় 'চিরঞ্জীব মুজিব' সিনেমার প্রদর্শনীর কথা রয়েছে।

  বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2