টানা তৃতীয়বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত জয়া

জয়া আহসান ফাইল ছবি
টানা তৃতীয়বারের মতো ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত জয় আহসান। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’ এ ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে বসেছিল ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’-এর আসর। আয়োজনে নিজে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন এই অভিনেত্রী।
জয়া আহসান বলেন, এই পুরষ্কার প্রাপ্তির মাধ্যমে বিনিসুতোর পরিচালকের বুননের রেশ রয়েই গেল। এই প্রাপ্তির জন্য সিনেমার পুরো টিমকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে ২০১৯ সালে টলিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’র জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান। ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্যও সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান তিনি।
জয়া আহসান ছাড়াও অভিনেতা মোশাররফ করিম, গীতিকার আসিফ ইকবাল ও তরুণ গায়ক মাহতিম সাকিব মনোনয়ন পেয়েছিলেন এবারের আসরে।
‘গল্প হলেও সত্যি’ সিনেমায় আসিফ ইকবালের লেখা ‘মায়ার কাঙাল’ গান গেয়ে কলকাতার গায়ক ঈশান মিত্র সেরা প্লেব্যাক শিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন।
বিভি/এসআই/এইচএস
মন্তব্য করুন: