পূজা ও কুনালের ৪০ সেকেন্ডের ভিডিও ভাইরাল!

পূজা ব্যানার্জি ও তার স্বামী কুনালের ৪০ সেকেন্ডের একটি ভিডিও নেটিজেনদের মাঝে সাড়া ফেলেছে। দোলযাত্রা উপলক্ষে ভিডিও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন পূজা।
ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে তার বুকে ও কোমরে রঙ লাগিয়ে দিচ্ছেন কুনাল। ভিডিওটি শেয়ার পরপরই নেটিজেনরা মন্তব্যের ফোয়ারা বইয়ে দেন। মন্তব্যে পূজার আবেদনময়ী রূপের প্রশংসাও করেছেন অনেকেই।
ভিডিওর মন্তব্যের ঘেঁটে দেখা যায়, একজন ভক্ত লিখেছেন, ‘এতো সেক্সি বউ পেলে আমিও এভাবে রঙ মাখাতাম’, কুনালকে উদ্দেশ্য করে একজন মন্তব্য করেছেন, ‘লাভলি! দিব্যি বলছি, বউ তোমার, কিন্তু মনে হয় আমার। মাইন্ড করো না প্লিজ।’
অপর এক ভক্ত লিখেছেন, ‘রঙ তো লাগাচ্ছো, কিন্তু উসকানি বেশি দিচ্ছো!’
জানা গেছে, এই ভিডিওটি পূজা ও কুনারের গানের একটি দৃশ্য। দোলযাত্রা উপলক্ষে একটি ইউটিউব চ্যানেলে ‘হোলিয়া মে উড়েরে গুলাল’ নামে গানটি উন্মুক্ত করা হয়েছে।
বিভি/এসআই/এইচএস
মন্তব্য করুন: