শাকিব-পূজার ‘গলুই’ আসছে ঈদে

শাকিব খান ও পূজা চেরী
ঢালিউড কিং শাকিব খান অভিনীত অনুদানের সিনেমা ‘গলুই’ মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে। খোরশেদ আলম খসরুর প্রয়োজনায় সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলিক।
ছবির প্রযোজক খসরু গণমাধ্যমকে বলেন, নদীর সাথে মানুষের জীবনযাত্রা এবং নৌকাবাইচের গল্প উঠে আসবে এই ছবিতে। ছবিটি গত বছরের ডিসেম্বরে ছাড়পত্র পেয়েছে।
গলুই মুক্তির জন্য ১৫টি সিনেমা চূড়ান্ত করা হয়েছে, হল সংখ্যা বাড়ানোর জন্য কথাবার্তা চলছে।
সিনেমার পরিচালক এস এ হক অলিক গণমাধ্যমকে বলেন, গলুই সিনেমায় শাকিব খান লালু চরিত্রে অভিনয় করেছেন। জামালপুর এবং টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে সিনেমাটি। গলুই-তে শাকিরের বিপরীতে নায়িকা হিসেবে আছেন চিত্রনায়িকা পূজা চেরী।
বিভি/ এসআই/এজেড
মন্তব্য করুন: