বসন্ত বিকেল’র আয়োজনে হাজির আত্মগোপনে থাকা সুবাহ

শাহ হুমায়রা সুবাহ
ঢালিউডের চিত্রনায়ক শিপন মিত্র ও নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ জুটির প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’। শনিবার (১৯ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফিডিসির) সংবাদ সম্মেলনে সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করেছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল যে, আত্মগোপনে গিয়েছেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। কিন্তু হঠাৎ দেখা মিলেছে এই অভিনেত্রীর। তার অভিনীত সিনেমা বসন্ত বিকেল-এর সম্ভাব্য মুক্তির তারিখ ঘোষণার অনুষ্ঠানে এফডিসিতে আসেন তিনি। ছিলেন সংবাদ সম্মেলনেও।
সেখানে সুবাহ জানান, ‘আমাকে সিনেমাটি নতুন করে জন্ম দেবে। রফিক শিকদার সিনেমায় আমাকে চন্দ্রাবতী হিসেবে জন্ম দিয়েছেন। এ সিনেমার সঙ্গে আমার জীবনের অনেক কিছুর মিলও আছে।’
বিয়োগান্তক প্রণয়ধর্মী ঘটনা নিয়ে গড়ে উঠেছে রফিক শিকদার পরিচালিত বসন্ত বিকেল সিনেমাটির গল্প।
প্রযোজনা প্রতিষ্ঠান আরবিএস টেক লিমিটেড সিনেমাটির প্রযোজনা করেছে। এর কর্ণধার সামসুজ্জামান রিমন জানান, ২০ মে সিনেমাটির সম্ভাব্য মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে।
আয়োজনে উপস্থিত ছিলেন শিপন মিত্র, তানভীর তনু, লোপা হোসাইন, শাহনূর। সিনেমায় অভিনয় না করলেও এসেছিলেন সাইমন সাদিক ও জয় চৌধুরী।
পরিচালক রফিক শিকদার এর আগে ‘ভোলা যায় না তারে’ ও ‘হৃদয় জুড়ে’ নামের দুইটি সিনেমা নির্মাণ করেছেন।
বিভি/এএইচ/এজেড
মন্তব্য করুন: