• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মেহজাবীনের কারণে নিজের ভোটটাও চাইবেন না শবনম ফারিয়া

প্রকাশিত: ২২:২৮, ২১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
মেহজাবীনের কারণে নিজের ভোটটাও চাইবেন না শবনম ফারিয়া

শবনম ফারিয়া-মেহজাবীন

ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক ও মডেলিংয়ে তার অভিনয়ের জুড়ি নেই। চমকপ্রদ সব নাটক দিয়ে তৈরি করেছেন অসংখ্য ভক্ত। এমনকি শোবিজ জগতের অনেকেও মেহজাবীনের বড় ফ্যান। তারই নতুন নজির দেখালেন ছোটপর্দার আরেক অভিনেত্রী শবনম ফারিয়া।

সম্প্রতি শবনম ফারিয়া ফেসবুকে মেহজাবীনকে নিয়ে দিয়েছেন দারুণ একটি পোস্ট। মেহজাবীনের অভিনয়ে মুগ্ধ হয়ে তিনি লিখেছেন,  'মেহজাবীন অভিনীত 'চিরকাল আজ' নাটকটি দেখার পর, আমি নিজের জন্য কারও কাছেই ভোট চাইতে পারি না! এমন অসাধারণ কাজের জন্য তিনি সমস্ত পুরস্কার ও প্রশংসা পাওয়ার যোগ্য।'

দেশীয় টেলিভিশনের তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। মেহজাবীনের অভিনয় দেখে মুগ্ধ আরেক অভিনেত্রী শবনম ফারিয়া।

সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ৫টি নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন মেহজাবীন চৌধুরী। অন্যদিকে ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’ নাটকের জন্য শবনম ফারিয়াও একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। কিন্তু মেহজাবীনের অভিনয় দেখে তার বিপরীতে নিজের জন্য ভোট চাওয়াকে বেমানান মনে করছেন শবনম ফারিয়া। আর সেটি তিনি প্রকাশ্যেই শেয়ার করেছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2