আসাদুজ্জামান নূরের রহস্যভেদে খুদে গোয়েন্দারা

চার চরিত্রে আসাদুজ্জামান নূর
বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূরকে বাংলাদেশ টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’ তে চার চরিত্রে দেখা যাবে। গোয়েন্দা কাহিনী ভিত্তিক এই নাটকে ‘আগুনপাখির বাসা’ নামে মহল্লার পুরোনো বাড়িটিতে নাসির আহমেদ নামে এক ব্যক্তির আগমন ঘটে। বিষয়টি বন্ধুদের মাধ্যমে গোয়েন্দা মিতু ও টিটু জানতে পারে। পুরোনো সেই বাড়িতে সুখলাল, জগলুল এবং শাহনুর নামে আরো তিনজন কাজ করে।
তবে, রহস্যের বিষয় হলো এই চার আলাদা আলাদা ভাবে থাকায় কখনোই তাদের একসঙ্গে দেখা যায় না। বিষয়টির রহস্য ভেদে নেমে পড়ে খুদে গোয়েন্দার দল। একসময় রহস্য ভেদ করে বের হয়ে আসে আগন্তুক ব্যাক্তির আসল পরিচয়। সুখলাল, জগলুল, শাহনূর ও নাসির আহমেদের চরিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর।
স্বপন নাথের গল্পে ও মো. এরশাদ হোসেনের প্রযোজনায় ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’তে আসাদুজ্জামান নূর ছাড়াও অভিনয় করেছে শিশুশিল্পী নদী, তূর্য, আনভিতা ও নীল। ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’ ধারাবাহিকটি বাংলাদেশ টেলিভিশন প্রতি শনিবার সকাল সাড়ে দশটায় প্রচার করছে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: