পরীমণি’র কী হয়েছে, জানালেন চয়নিকা চৌধুরী

ফাইল ছবি
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছেন। গতকাল রবিবার (২৭ মার্চ) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি।
তবে কী ধরনের শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই বিষয়ে কিছু বলেননি পরীমণি। তখন শুধু জানা গিয়েছিলো কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে তাৎক্ষণিকভাবে ভর্তি করিয়েছেন।
পরীমণি’র কী হয়েছে সেই বিষয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী নিজের ফেসবুকে জানিয়েছেন। তিনি বলেন, ‘ওর হিমোগ্লোবিন সেই লেভেলের লো এবং ব্লাড প্রেশারও ৮০/৬০.. মাথা ঘুরে একদম পড়ে গিয়েছিলো ভয়ংকরভাবে। সকাল থেকে এখনো এভারকেয়ারে ভর্তি আছে। এখনো স্যালাইন চলছে। সঙ্গে অন্যান্য সব টেস্ট।
সবাই ওর জন্যে, ওদের জন্যে প্রার্থনা করবেন প্লিজ। বিকাল থেকে অনেক অনেক ফোন টেক্সট পেয়েছি, অনেক সাংবাদিক, শিল্পীরা কল করেছিলেন, কিন্তু রিসিভ করতে পারিনি। তাই দুঃখিত।
বিভি/এএন
মন্তব্য করুন: