বিতর্কিত ‘মন্টু পাইলটে’ মিথিলার ফার্স্ট লুক প্রকাশ

বিতর্কিত ওয়েব সিরিজ ‘মন্টু পাইলট’। সিরিজটির শুরু থেকেই রয়েছে নানান বিতর্ক্। অশ্লীল বাক্যালাপ ,দৃশ্য নিয়ে আপত্তি তুলে নিষিদ্ধের ও দাবি ছিল দর্শকদের। মন্টু পাইলট’-এর এই চরিত্রে প্রথম সিজনে অভিনয় করেছিলেন শোলাঙ্কি। তার পরিবর্তে দ্বিতীয় সিজনে যুক্ত হলেন মিথিলা।
প্রযোজনা সংস্থা এসভিএফ দ্বিতীয় সিজনের ফার্স্ট লুক প্রকাশ করেছে। জানা গেছে, দ্বিতীয় সিরিজের শুটিং শেষ হয়েছে রয়েছে মুক্তির অপেক্ষায়।
বুধবার (৩০ মার্চ) মিথিলা তার ভেরিফায়েডে ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লিখেছেন, “‘নতুন মুখ, নতুন পরিচয়/নীলকুঠির দরজায়...’
সিরিজটি আগামী এপ্রিল-মে মাসে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই’তে মুক্তির পাওয়ার কথা রয়েছে।
দেবালয় ভট্টাচার্য-এর নির্মাণে সিরিজে নীলকুঠি একটি যৌনপল্লী। এতে মন্টু পাইলটের ভূমিকায় দেখা যাবে সৌরভ দাসকে। তার সঙ্গে মিথিলার ঘনিষ্ঠ দৃশ্যও থাকার ও ইঙ্গিত দিয়েছেন নির্মাতা।
মিথিলা গণমাধ্যমকে বলেন, শোলাঙ্কির স্থলাভিষিক্ত মিথিলা, বিষয়টি মোটেই এ রকম নয়। সিরিজে নির্মাতা দেবালয় নতুন অন্য রকম গল্পকে প্রতিষ্ঠা করেছেন।
বিভি/এসআই
মন্তব্য করুন: