চুমু’র শব্দে ঐন্দ্রিলার ‘কান ঝালাপালা’ (ভিডিও)

অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন জুটির প্রেম করছেন দীর্ঘদিন ধরে, তা এখন আর অজানা নয়। এই জুটির রোমান্স দেখে অভ্যস্ত তাদের ভক্তঅনুরাগীরা। তাদের বিয়ে নিয়েও প্রায়ই নানা রকম খবর ও গল্প শোনা গেলেও শেষপর্যন্ত ওই সবই গুজবে পরিণত হয়। আপাতত এ জুটি প্রেম উপভোগে মশগুল।
আজ বৃহস্পতিবার ৩১ মার্চ ছিলো ঐন্দ্রিলার জন্মদিন। ঐন্দ্রিলার এই স্পেশাল দিনটিতে ব্যতিক্রম ঘটনা ঘটিয়েছেন অঙ্কুশ। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও শেয়ারও করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, ঐন্দ্রিলাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাচ্ছেন অঙ্কুশ। এরপরে ঐন্দ্রিলাকে বলে বসেন: ‘শুভ জন্মদিন গরিলা’। পরে আবার অবশ্য সুধরে নিয়েছেন তিনি। যদিও নিছক মজার চলে বলেছেন, ভিডিও দেখে এটুকু বুঝতে বাকি নেই অনুরোগীদের।
তবে এরপরই ঐন্দ্রিলা কিছু বুঝে উঠার আগেই তাকে চুমুতে ভরিয়ে দেন অঙ্কুশ। চুমু’র দাপটে দম বন্ধ হওয়ার অবস্থা ঐন্দ্রিলার। তবে তাদের এই দৃশ্য দেখে অবাক তাদের ভক্তরা। সে মুহূর্তের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অঙ্কুশ ক্যাপশনে লিখেছেন, ‘১১ বছর হয়ে গেলে যা হয় আরকি!’
ভক্তরা এখন অপেক্ষা করছেন এই জুটির বিবাহিত জীবনের গল্প, সংসারের রোজকার সুখ-দুঃখের গল্পের।
বিভি/এএইচ/এইচএস
মন্তব্য করুন: