সোনম কাপুর আবারও বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন

সোনম কাপুর-ছবি সংগৃহিত
বলিউডে অভিনেত্রী সোনম কাপুর মা হতে যাচ্ছেন। তিনি তার ইনস্টগ্রাম ও ভেরিফাইড ফেসবুকে ‘বেবি বাম্প’ ছবি সেই ছবিই শেয়ার করেছেন এই অভিনেত্রী। সেখানে দেখা যায়, সাদা সিল্কের শাড়ি গায়ে জড়িয়ে আবু জানির জন্মদিন পার্টিতে হাজির হয়েছিলেন।
ছবিতে সোনমের চুল খোলা, কান ও গলায় ভারী গয়না। ছবিতে সোনমকে একজন অভিজাত ইন্ডিয়ান নারীর মতো লাগছে। ভক্তরাও কমেন্ট সেকশনে তাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমে জানা গেছে, সোনম কাপুরের প্রেগনেন্সির চতুর্থ মাস চলছে। চলতি বছরের আগস্টের তৃতীয় সপ্তাহে তার ডেলিভারির সম্ভাবনা রয়েছে।
২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সংগে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। চলতি বছরের শেষ দিকে তাদের কোল আলো করে আসছে নতুন অতিথি।
এর আগে ২১ মার্চ ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে এই অভিনেত্রী।
সেখানে দেখা যায়, স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে আছেন সোনম। পেটে উপর দুই হাত রেখে ক্যাপশনে লিখেছেন, ‘চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
বিভি/এএইচ/এইচএস
মন্তব্য করুন: