দেবকে রেখে প্রসেনজিতের প্রেমে মজেছেন রুক্মিণী! (ভিডিও)

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে অভিনেত্রী রুক্মিণীর প্রেমের খবর বেশ পুরোনো। টালিউড ইন্ডাস্ট্রির সবাই তাদের প্রেমের খবর জানে। তাদের ঘনিষ্ঠতা থাকলেও বিয়ের ব্যাপারে কিছুই প্রকাশ করেননি এ দুজন। কিন্তু হঠাৎ করে দেবকে রেখে আরেক সুপারস্টার প্রসেনজিতে সঙ্গে রোমান্স করতে দেখা গেলো রুক্মিণীকে। এরকমই একটা ভিডিও ঘরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমজুড়ে।
অবাক হওয়া মতো ঘটনা হলেও পুরো ভিডিওটি করা হয়েছে প্রমোশনাল কাজে। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে দেব-রুক্মিণীর নতুন সিনেমা ‘কিশমিশ’। সে সিনেমার প্রচারেই বুম্বাদার সঙ্গে রোমান্টিক আভায় ধরা দিয়েছেন দেবের প্রেমিকা। নিজের ফেসবুক পেইজে ভিডিওটি পোস্ট করে প্রসেনজিৎ লেখেন, ‘আপনাদের ভালোবাসা নিয়ে বাংলা সিনেমা এগিয়ে চলুক। কিশমিশের জন্য অনেক শুভ কামনা রইলো। সবাই কিশমিশ দেখবেন সিনেমা হলে, এটাই করবো আশা।’
রুক্মিণী-বুম্বাদার ভিডিওটি শেয়ার করেছেন দেব নিজেও। দেব লিখেছেন, ধন্যবাদ বুম্বাদা, এটা আমাদের জন্য অনেক কিছু।
সিনেমার প্রচারে রুক্মিণীকে নিয়ে চারদিকে ছুটে বেড়াচ্ছেন দেব। গত রবিবার (১০ এপ্রিল) সকালে কলকাতার মেট্রোতে চড়েও প্রচারণা চালিয়েছেন তারা।
রাহুল মুখার্জি পরিচালিত এই সিনেমায় দেব-রুক্মিণী ছাড়াও অভিনয় করেছেন খরাজ মুখার্জি, অঞ্জনা বসু, কমলেশ্বর মুখার্জি ও জুন মালিয়া।
বিভি/এজেড
মন্তব্য করুন: