• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মিসেস ওয়ার্ল্ডে লড়বেন বাংলাদেশের প্রতিযোগী পিয়া বিপাশা

প্রকাশিত: ২১:০৩, ১২ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
মিসেস ওয়ার্ল্ডে লড়বেন বাংলাদেশের প্রতিযোগী পিয়া বিপাশা

আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’। আসরে বাংলাদেশ থেকে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করবেন মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। এর আগে ২০১৯ সালে বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় মুনজারিন মাহবুব অবণী নামে একজন অংশ নিয়েছিলেন।

ডিসেম্বরে লাস ভেগাসে অনুষ্ঠিত এবারের আসরে পিয়া বিপাশার অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করে ওয়েবসাইটে পিয়ার ছবি প্রকাশ করা হয়েছে। 
এ বিষয়ে পিয়া বিপাশা এক ভিডিও বার্তায় বলেন, ইনস্টাগ্রামে প্রতিযোগিতার পোস্ট পেয়ে পরিবারের সম্মতিক্রমে আবেদন করি। কিছুদিন পর আমাকে চূড়ান্ত করে করে মেইল করে আয়োজন সংস্থা। পিয়া বলেন, এ রকম একটি বড় প্ল্যাটফর্মে অংশ গ্রহন করতে পারাটাই বড় ব্যাপার। বিভিন্ন দেশের কালচারের সাথে পরিচিত হওয়া, মেলা মেশার সুযোগ তৈরি হবে। এটা অনেক বড় ব্যাপার। 

ব্যায়ামে নিয়মিত ঘাম ঝড়িয়ে প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করছেন পিয়া-বিপাশা। টার্গেট কমপক্ষে ১০ কেজি ওজন কমানো। 
এবারের আসরে যুক্তরাজ্য, কম্বোডিয়া, ভিয়েতনাম, নাইজেরিয়া, মেক্সিকো, ডমিনিকান রিপাবলিক, নেপাল, কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও পেরু সহ ৩০টিরও বেশি দেশ থেকে প্রতিযোগিরা অংমগ্রহন করবেন। 
 

বিভি/এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2