• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জেনেশুনেই বিষ পান করেছেন অভিনেতা অমিত হাসানের স্ত্রী

প্রকাশিত: ২২:৫৭, ১৬ এপ্রিল ২০২২

আপডেট: ২২:৫৭, ১৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
জেনেশুনেই বিষ পান করেছেন অভিনেতা অমিত হাসানের স্ত্রী

জেনেশুনেই বিষ পান করেছেন ঢালিউড অভিনেতা অমিত হাসানের সহধর্মিণী লাবনী হাসান অনন্যা। চিত্রনায়ক সাইমনের একটি ভিডিও আলাপচারিতায় অমিত হাসানকে বিয়ে করা প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি।

অমিত হাসানের সঙ্গে ২৫ বছরের সংসারে বেশ সুখেই আছেন অনন্যা। লামিসা ও সামান্তা নামে দুই কন্যা সন্তান রয়েছে সিনেমা অঙ্গনে অন্যতম সফল দম্পতি অমিত-অনন্যার সংসারে।

অনন্যা জানান, অমিত হাসান রূপালি জগতের মানুষ। নায়ক কিংবা ভিলেন হিসেবে প্রতিনিয়ত বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে কাজ করতে হয়। তাদের সঙ্গে ঘনিষ্ঠ হতে হয়। এসব তিনি আগে থেকেই বুঝে নিয়েছেন, সহ্য করে নিয়েছেন। অর্থাৎ জেনেশুনেই বিষ পান করেছেন।

অনন্যার মতে, তিনি অমিত হাসানের কর্মজীবনের সঙ্গে খাপ খাইয়েই চলেন। সেভাবেই চলার চেষ্টা করেন, যাতে অমিত অস্বস্তি অনুভব না করেন। 

তিনি বলেন, আমি চাই ও আমাকে নিয়ে যেন কমফোর্ট ফিল করে। আমার প্রতি ওর বিশ্বাস থাকুক, ওর প্রতিও আমার বিশ্বাস থাকুক। এই বিশ্বাস থেকেই এতবছর সংসার করে আসছি।

বলিউডের জনপ্রিয় দম্পতি শাহরুখ খান ও গৌরির সঙ্গে তুলনা করা হয় অমিত-অনন্যা জুটি’র সম্পর্কে কখনো ফাটল ধরেনি দাবি করেন অনন্যা।

১৯৯০ সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে অমিত হাসানের অভিষেক ঘটে। একক নায়ক হিসেবে মনোয়ার খোকনের জ্যোতি ছবি দিয়ে শুরু হয় সফলতা। ২০১২ সালে ভালোবাসার রঙ ছবির মাধ্যমে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় শুরু করেন। এই ছবিতে তুফান চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন।

বিভি/এইচকে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2