‘বড় হওয়ায়’ বিপদে পড়েছেন দীঘি

বাংলা চলচ্চিত্রের উঠতি অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি পরিচিত মুখ সেই ছোটবেলা থেকে। বিজ্ঞাপনের মডেল দিয়ে শৈশবে ক্যারিয়ার শুরু করা দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। আর তার জনপ্রিয়তাও আসে সেই ছোটবেলায়। কিন্তু বর্তমানে বড় হওয়ায় বিপদে আছেন বলে উল্লেখ করেছেন ‘ময়না পাখি’ খ্যাত দীঘি।
সোমবার (১৮ এপ্রিল) চিত্রনায়ক সাইমন সাদিকের একটি ভিডিও আলাপচারিতায় খোলাখুলি অনেক কথা বলেন দীঘি। তার ভাষ্য, বড় হয়ে বিপদে আছি। ছোটবেলায় যে ভালোবাসাটা ছিল সেটা প্রকৃত ভালোবাসা ছিল। কোনো সমালোচনা ছিল না। শিশুশিল্পীদের নিয়ে কোনও সমালোচনা হয় না, বাজে কথা হয় না। এখন আর সে সময় নেই।
দীঘি জানান, ছোটবেলায় তারকা খ্যাতি বুঝতাম না। ওটা এখন উপভোগ করি। সেই ভালোবাসাটা আজও বহাল আছে।
প্রেমের বিষয়ে দীঘি জানান, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কোনও নায়ককে বয়ফ্রেন্ড বানাতেও চাই না। আপাতত ক্যারিয়ারই ফোকাস।
বর্তমানে সিনেমায় নিয়মিত অভিনয় করছেন দীঘি। এরইমধ্যে তার অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তেও দেখা যাবে তাকে।
বিভি/এজেড
মন্তব্য করুন: