এবার নতুন জগতে ‘আউলা ঝাউলা’ দীঘি

শৈশব থেকে শোবিজ জগতে বিচরণকারী প্রার্থনা ফারদিন দীঘি এখন চিত্রনায়িকা। এক যুগের ক্যারিয়ারে মিডিয়ার সব জায়গায় রেখেছেন নিজের সক্ষমতার পরিচয়। তবে একটা ক্ষেত্রে কখনোই দেখা যাচ্ছিলো না তাকে। সে জগতেও রাখতে যাচ্ছেন পা। অভিনেত্রী দিঘী প্রথমবার মিউজিক ভিডিওতে পারফর্ম করলেন।
‘আউলা ঝাউলা’ শিরোনামের মিউজিক ভিডিওতে দেখা যাবে দীঘিতে। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন লাবনী। মিজানুর রহমানের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন উজ্জ্বল রহমান।
প্রথমবার মিউজিক ভিডিওতে অভিনয় প্রসঙ্গে দিঘী বলেন, কাজটি খুব ব্যতিক্রম ধরণের হয়েছে। মনে হচ্ছিল যেন মিউজিক ভিডিও নয় সিনেমার গানের শুটিং করছি। ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদী।
নাচ-নির্ভর এই মিউজিক ভিডিওটি আগামী ঈদে জাতীয় টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানে এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে
সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে দিঘীর। আসছে ঈদের পর তার অভিনীত নতুন সিনেমা মুক্তি পাবে। এর আগে দুটি সিনেমার নায়িকা রোলে অভিনয় করেছেন তিনি। এছাড়া শিশু শিল্পী হিসেবে অনেক সিনেমা ও বিখ্যাত ‘ময়না পাখি’ বিজ্ঞাপন তো তাকে অন্য পরিচয় দিয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: