ঈদে সাবিলা নূর ও অপূর্ব’র ‘নিঃশব্দের আলো’

অপূর্ব, সাবিলা নূর অভিনীত নাটক নিঃশব্দের আলো। ঈদুল ফিতরে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে থাকছে নাটকটি।
নাটকে অপূর্বর সুন্দরী স্ত্রী সাবিলা নূর। সাবিলা নূর নায়িকা হতে চান। কিন্তু নায়িকা হতে কি করতে হবে, এই ভাবনায় সবসময় তার মাথায়। কার সাথে যোগাযোগ করতে হবে, কি ধরনের দক্ষতা থাকতে হবে ইত্যাদি ইত্যাদি।
সাবিলা নূর-এর এসব কাজ মাঝে মাঝে তার স্বামী অপূর্বকে বিপাকে ফেলে দেয়। এভাবেই এগুতে থাকে নাটকের গল্প। সাবিলা নূর কি নায়িকা হতে পারে, নাকি কোন সমস্যায় জড়িয়ে পড়ে, জানা যাবে নাটকের শেষে।
শিহাব শাহিনের রচনা ও পরিচালনায় বাংলাভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের ৫ম দিন রাত ০৯টা ২৫মিনিটে নাটকটি প্রচারিত হবে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: