রিংকু পিংকু টিংকু’র ‘মিশন চাঁদ’

চাঁদে জমি কিনেছেন মারজুক রাসেল, চাষী আলম ও অনিক। ‘ক্রয় সূত্রে এই জমির মালিক রিংকু পিংকু টিংকু’। চাঁদে এই সাইনবোর্ড টানিয়ে জমি বুঝে নিয়েছেন তারা। পৃথিবী ছেড়ে কেন তারা চাঁদে জমি কিনেছেন, কে তাদের চাঁদের জমি বুঝে দিল? মূলত রহস্যটা কি? জানা যাবে আগামী ঈদ-উল-ফিতরে ‘মিশন চাঁদ’ নামক এই নাটকে।
নাটকটি ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাভিশনের বিশেষ আয়োজনে ঈদের ৩য় দিন বেলা ২টা ১০মিনিটে প্রচারিত হবে। মাইদুল রাকিব এর রচনা ও পরিচালনায় নাটকে মারজুক রাসেল, চাষী আলম, অনিক, পারসা, চমক সহ আরো অনেকে অভিনয় করেছেন।
সাম্প্রতি সময়ে চাঁদে জমি কেনা নিয়ে বেশ আলোচনা হয়। বলিউডের নামি-দামি তারকা সহ দেশের অনেকেরই চাঁদে জমি কেনার খবর মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয়।
বিভি/ এসআই
মন্তব্য করুন: