ফারহান-কেয়া’র রোমান্টিক কমেডি টেলিফিল্ম ‘তুমি যদি বলো’

মুশফিক ফারহান, জনপ্রিয় তরুন অভিনেতা। ঈদুল ফিতরে একাধিক নাটকে অভিনয় করেছেন। কেয়া পায়েলও কম যান না, প্রথম সারির নাটকের অভিনেতা যেমন, মোশাররফ করিম, অপূর্বর সাথে নিয়মিত কাজ করছেন ।
এই দুই উদীয়মান শিল্পিকে এক ছাতার নিচে নিয়ে গল্প বুনেছেন পরিচালক জাকারিয়া শৌখিন। বাংলাভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের পঞ্চম দিন বেলা ২টা ১০মিনিটে টেলিফিল্মটি প্রচারিত হবে।
‘তুমি যদি বলো’ মূলত একটি রোমান্টিক কমেডি ধরনের টেলিফিল্ম। দু’জনের রোমান্টিক কমেডি ভালবাসা দেখতে পাবে দর্শক। বিভিন্ন ঘটনার মধ্যে এগিয়ে যায় টেলিফিল্মের গল্প। তবে শেষ পর্যন্ত এই ভালবাসার পরিণতি কি হয় জানা যাবে টেলিফিল্মের শেষে।
বিভি/এসআই
মন্তব্য করুন: