• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দিদি নাম্বার ওয়ানে চ্যাম্পিয়ন বাংলাদেশের সিঁথি 

প্রকাশিত: ২০:৩২, ২৮ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
দিদি নাম্বার ওয়ানে চ্যাম্পিয়ন বাংলাদেশের সিঁথি 

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় গেম শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর নবম সিজনে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী সিঁথি সাহা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জি বাংলায় প্রচারিত পর্বে চ্যাম্পিয়ন হন সিঁথি। গত (২২ এপ্রিল) চ্যানেলটির স্টুডিওতে ধারণ করা হয় পর্বটি।

ওপার বাংলার জনপ্রিয় এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টালিউডের অভিনেত্রী রচনা ব্যানার্জি।

এই পর্বে সিঁথি সাহার সঙ্গে অংশ নেন কলকাতার একজন গায়ক, একজন রাজনীতিবিদ ও একজন আরজে। পর্বটিতে গান, তাৎক্ষণিক বুদ্ধি পরীক্ষাসহ কয়েকটি গেম খেলতে হয়েছে। পাঁচটি রাউন্ডে সাজানো হয়েছিল এ পর্ব।

দিদি নাম্বার-১ এর মঞ্চে সিঁথি।

গত মার্চ মাসে অনুষ্ঠানটিতে আমন্ত্রণ পান সিঁথি সাহা। কিন্তু ভিসা–জটিলতার কারণে সেবার তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। সিঁথি বলেন, গত মাসে জি বাংলা থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়। ভারতীয় ভিসার মেয়াদ শেষ হওয়ায় নতুন ভিসা করে চলতি মাসে অনুষ্ঠানটির নবম সিজনে অংশ নিয়েছি।

অনুষ্ঠানে নিজের যাত্রা ও সাফল্য নিয়ে সিঁথি বলেন, আমি প্রথম দুটি রাউন্ডে পিছিয়ে ছিলাম। ভালো করতে পারিনি। শেষ তিন রাউন্ডের পারফরম্যান্সের ফল আমাকে এগিয়ে দিয়েছে।

চ্যাম্পিয়নের অনুভূতি জানাতে গিয়ে সিঁথি সাহা বলেন, বাংলাদেশের একজন নারী হিসেবে এটি আমার জন্য অবশ্যই অনেক সম্মানের। ভাবতেই পারিনি যে আমি জিততে পারব। অনুষ্ঠানে আরও তিনজন বাঘা প্রতিযোগী ছিলেন।

দিদি নাম্বার-১ এর নবম সিজনের অন্যান্য প্রতিযোগীদের সাথে সিঁথি।

অনুষ্ঠানের উপস্থাপিকা রচনাকে নিয়ে বলেন, রচনা দিদি স্টেজে আমার যেভাবে প্রশংসা করছিলেন, শুনে বাঙালি হিসেবে আমার বুক ভরে গেছে। তিনি যখন বিজয়ী হিসেবে সিঁথি নামটি ঘোষণা করছিলেন, তখন ভীষণ অবাক হয়ে যায়।

তবে সেখানে ঘটে যায় এক আজব কাণ্ড। বিজয়ী হিসেবে সিঁথির নাম ঘোষণা করতেই সিঁথি জিজ্ঞাসা করে বসেন,  আমাকে কেন বিজয়ী করা হলো? যা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2