ঈদের খুশিতে উত্তাল সমুদ্রের পাড়ে রাজ-পরীর মধুর প্রেম

পরী মণি মানেই যেন ভিন্ন কিছু। বাংলা সিনেমা জগতের সবচয়ে আলোচিত নামটি এখন পরী মণি। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একের পর এক মধুর সম্পর্কের দৃষ্টান্ত দেখাচ্ছেন। ঈদের পরদিনই সমুদ্র পাড়ে মধুর প্রেমে মজতে দেখা গেছে পরী ও রাজকে।
পরী মণির অনেক আগের ইচ্ছা- কক্সবাজারে প্রথম ঈদ করবেন। জীবনসঙ্গীর আশা পূরণ করেছেন রাজ। ঈদের আগের দিনই সমুদ্র সৈকতে চলে গেছেন এই জুটি। এ দম্পতি উঠেছেন সমুদ্র শহর কক্সবাজার হিমছড়ির ‘মুন নেস্ট’ রিসোর্টে। পরী তার অফিশিয়াল ফেসবুক থেকে সেই রিসোর্টের ভেতরকার বেশকিছু ছবি আপলোড করেছেন।
নানা শামসুল হক এবং স্বামী রাজের আরও একটি ছবি আপলোড করে লিখেছেন ‘ঈদ মোবারক’।
ছবি দেখে বোঝা যাচ্ছে, জমিয়ে ঈদের আনন্দ করছেন দুজনে। বিবাহিত জীবনের প্রথম ঈদটা আমুদেই কাটছে পরীর।
ঈদের ছুটি কাটিয়ে শিগগির ঢাকায় ফিরবেন রাজ-পরী। কদিন পরেই নতুন অতিথি আসবে পরী-রাজের জীবনে।
বিভি/এজেড
মন্তব্য করুন: