আনন্দ আর খুনসুটিতে মা-ছেলের ঈদ পালন

ছবি: অপু বিশ্বাসের অফিসিয়াল ফেসবুক পেজ।
ঈদ আনন্দ ছুঁয়ে গেছে প্রতিটা প্রাণে। বাস্তবা জগত হোক আর ভার্চুয়াল হোক এবারের ঈদ যাপন ছিল ভীষণ রঙিন। এই রঙিন ঈদে নিজের আনন্দ আর খুশির মুহূর্ত সবাই শেয়ার করেছেন নিজেদের সামাজিক মাধ্যমে। ব্যতিক্রম ছিলেন না ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। নিজের ছেলে আব্রামের সঙ্গে নিজের ঈদের খুশি বিনিময় করেছেন। সেই মুহূর্ত শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে।
৪ এপ্রিল বুধবার তার ভেরিফাইড পেজে অপু বিশ্বাস সন্তান আব্রামকে নিয়ে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন ঈদ মোবারক। ছবিতে দেখা যায় আব্রামের সঙ্গে বেশ আনন্দঘন মূহুর্ত। মায়ের সঙ্গে ছেলের এমন খুনসুটি ভক্তরা দারুণ ভাবে নিয়েছেন। অনেকেই ছবিতে প্রশংসা করছেন, ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্রামকে।
আপাতত কোনো কাজ না থাকলেও হত ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অপু বিশ্বাসের সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু জুটি বেঁধেছিলেন বাপ্পী চৌধুরীর সঙ্গে।
বিভি/এজেড
মন্তব্য করুন: