• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পূর্ণিমার লাস্যময়ী হাফডজন ছবিতে ১ দিনেই আড়াই লাখ রিয়্যাক্ট

প্রকাশিত: ১৯:১৭, ৬ মে ২০২২

ফন্ট সাইজ
পূর্ণিমার লাস্যময়ী হাফডজন ছবিতে ১ দিনেই আড়াই লাখ রিয়্যাক্ট

বাংলা চলচ্চিত্র জগতের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সিনেমা থেকে নিজেকে সরিয়ে রেখেছেন অনেক দিন থেকে। তবে নাটক বিজ্ঞাপনে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায়  রীতিমত রাজত্ব করছেন। নিজের অভিনয় প্রতিভা ও নান্দনিক সৌন্দর্য্যের কারণে তার রয়েছে অগণিত ভক্ত। দেশে-বিদেশে ভক্তদের ভালোবাসায় বারবার সিক্ত হন পূর্ণিমা। সামাজিক মাধ্যমে নতুন কোনো ছবি প্রকাশের সাথে সাথেই দেখা যায় সেই ভালোবাসার নমুনা।

ঈদের তৃতীয় দিন অর্থাৎ গতকাল বৃহস্পতিবার (৫ মে) নিজের অফিসিয়াল ফেসবুকে ৫টি ছবি আপলোড করেন পূর্ণিমা। সেই ছবি দারুণভাবে লুফে নিয়েছেন ভক্তরা। একে একে সবাই সেই ছবিতে দিচ্ছেন রিয়্যাকশন, করছেন শেয়ার, জানাচ্ছেন নিজেদের মতামতও। 

পূর্ণিমা মানেই যেন নান্দনিক সৌন্দর্য্যের উপমা।

ঈদ ঘিরে ওটাই ছিল পূর্ণিমার একমাত্র পোস্ট। সেখানে দুটি ভালোবাসার (লাভ) ইমোজির মাঝে একটি স্পার্কল ইমোজি দিয়ে মোট ৬টি ছবি আপলোড করেছেন পূর্ণিমা। গাঢ় নীলের ওপর সোনালী সুতার কাজ করা একটি জামা পরেছেন পূর্ণিমা। তার এই নান্দনিক ছবি লুফে নিয়েছেন ভক্তরা।

বিতর্কহীন এই অভিনেত্রী উপহার দিয়েছেন দারুণ ব্যবসাসফল অনেক সিনেমা।

শুক্রবার দুপুর পর্যন্ত পূর্ণিমার ওই ছবিতে প্রায় আড়াই লাখ রিয়্যাক্ট পড়েছে। যার মধ্যে প্রায় দেড় লাখ লাইক রিয়্যাক্ট, লক্ষাধিক লাভ রিয়্যাক্ট এবং হাজার চারেক কেয়ার রিয়্যাক্ট পড়ে। তবে আশ্চর্যের বিষয় হলো- পূর্ণিমার লাস্যময়ী ওই ছবিগুলো দেখে ৫১ জন ব্যক্তি অ্যাংরি বা রাগান্বিত হওয়ার রিয়্যাক্ট দিয়েছেন! 

একই পোস্টে ২১ হাজারের বেশি ভক্ত মন্তব্য করেছেন। মন্তব্য-পাল্টা মন্তব্যে কিছু কিছু ভক্ত আবার মধুর দ্বন্দ্বও করেছেন। তবে সবাই প্রশংসার পাশাপাশি পূর্ণিমার সৌন্দর্য্য ধরে রাখার রহস্য জানতে চেয়ে কৌতুহলী হয়েছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2