এবার সিনেমার ‘নায়ক’ ধোনি

মহেন্দ্র সিং ধোনি-নয়নতারা
বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সাফল্যের পর এবার নতুন করে চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত হচ্ছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ হলেই সিনেমার ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিশ্বকাপজয়ী ভারতের এই অধিনায়ক।
ভারতের একটি ইংরেজি দৈনিক বুধবার (১১ মে) খবর দেয়। ‘অথর্ব’ নামের এক তামিল ওয়েব সিরিজে দেখা যাবে ধোনিকে। রমেশ তামিলমানি রচিত ওই ওয়েব সিরিজের প্রযোজনাও করবে ধোনি এন্টারটেনমেন্ট। ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনেয় করবেন নয়নতারা।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, পুরাকালের এক যোদ্ধার চেহারায় দৈত্য-দানবদের সঙ্গে লড়াই করছেন ধোনি। তার এ নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়ার পেছনে রয়েছেন ধোনির স্ত্রী সাক্ষী।
চলতি আইপিএলের পরই শুটিংয়ের কাজ শুরু হবে। আইপিএলের ১৫তম আসরটা মোটেই ভালো যাচ্ছে না ধোনির দল চেন্নাইয়ের। গতবারের চ্যাম্পিয়নরা গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে গেছে। যদিও এখনও তিনটি ম্যাচ বাকি আছে তাদের। ১১ ম্যাচে মাত্র চার জয়ে টেবিলের নয়ে আছে গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
অন্যদিকে শিগগিরই বলিউডের বড় পর্দায় অভিষেক হবে নয়নতারার। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন তিনি। ধোনি প্রযোজিত আসন্ন তামিল সিনেমাটি নিয়েও উৎসাহ তুঙ্গে। ধোনি-ভক্তরা সবাই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: