নিউ স্টাইলে সালমান খানকে দেখে চিনতেই পারবেন না!

সালমান খান মানেই নতুন লুক, নতুন স্টাইল। এবারও তার ব্যতিক্রম হলো না। নিজের নতুন সিনেমার ছোট্ট একটি লুক প্রকাশ করেছেন তিনি। আর তাতেই বাজিমাত। ভক্তরা সব চমকে গেছেন তার এই লুক দেখে।
আসছে বলিউডের ভাইজানের নতুন সিনেমা ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। শনিবার (১৪ মে) এই সিনেমার ফার্স্ট লুক শেয়ার করেছেন বলিউড ভাইজান। ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন ছবির শুটিং শুরু হলো।’
নতুন লুকে দেখা গেলো- হাতে স্টিলের রড, চোখে কালো চশমা, মাথাভর্তি ঝাঁকড়া চুল।নিজের ফার্স্ট লুকের ছবিতেই বাজিমাত করলেন ভাইজান। তার লুক দেখে সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
নতুন এই সিনেমার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। নতুন লুক দেখে তাদের অপেক্ষা আরও তীব্র হচ্ছে। তবে ভালো ও উত্তেজনাপূর্ণ কিছু আসছে এমনটাই আশা করছেন ভক্তরা।
বিভি/এজেড
মন্তব্য করুন: