সিয়ামের নতুন নায়িকা, কে এই স্নিগ্ধা?

গত বছরের অক্টোবরে ‘রাস্তা’ নামের নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সিনেমায় নায়ক হিসাবে সিয়ামের নাম চূড়ান্ত হলেও সেসময় নায়িকার নাম ঘোষণা করেনি জাজ মাল্টিমিডিয়া।
অপেক্ষায় অবসান ঘটালেন প্রতিষ্ঠানটি। নতুন একটি মুখ রাস্তা সিনেমায় আনছে জাজ মাল্টিমিডিয়া। সিয়ামের নায়িকা হিসাবে সিনেমায় জুটি বদ্ধ হচ্ছেন নবাগত নায়িকা স্নিগ্ধা।
কে এই স্নিগ্ধা? কিভাবে এলেন সিনেমায়? এসব বিষয়ে স্নিগ্ধা নিজেই কথা বলেছেন গণমাধ্যমের সাথে।
রংপুরের মেয়ে স্নিগ্ধা পড়েন সাউথ-ইস্ট ইউনিভার্সিটিতে, অর্থনীতিতে শেষ বর্ষে। মডেলিং এর সাথে যুক্ত। কাজ করেছেন কিছু প্রমিনেন্ট ব্র্যান্ডে।
বরাবরই প্রত্যাশা ছিল ভাল গল্পে কাজ করার। ব্যাটে বলে না মেলার কারনে হয়ে ওঠেনি। পরিচালক রাফি ভাইয়ের রাস্তা সিনেমার গল্প ভাল লাগায় সুযোগটা আর হাতছাড়া করলাম না। অডিশন দিয়ে এখানে সুযোগ পেয়েছি। আশা করছি যে স্বপ্ন এতদিন লালন করেছি তা পূরণ হবে’।
জানা গেছে, আগামী ৫ জুন থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।
বিভি/এসআই
মন্তব্য করুন: