‘কোনও প্রমাণ মেলেনি’, মাদক মামলায় শাহরুখ-পুত্র খালাস

মাদক মামলায় শাহরুখ-পুত্র আরিয়ান খানকে খালাস দিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আরিয়ান-সহ ৬ জনকে খালাস দেওয়া হয়েছে। ৬ হাজার পাতার চার্জশিটে নাম নেই আরিয়ান খানের। তাঁদের বিরুদ্ধে মাদক-যোগের কোনও প্রমাণ মেলেনি বলে জানিয়েছে সূত্র। খবর : জিনিউজ
গত বছর মুম্বইয়ের একটি বিলাসবহুল ক্রুজে অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মাদক যোগের অভিযোগ সেখান থেকে আরিয়ান খানসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থাটি। আর্থার রোড জেলে ঠাঁই হয় শাহরুখ-পুত্রের। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিন সপ্তাহ বাদে জেলমুক্ত হন আরিয়ান।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে প্রথমে অভিযোগ করা হয়েছিল যে, শাহরুখ-পুত্র নিয়মিত মাদক সেবন এবং তা সরবরাহ করেন। স্বভাবতই আদালতে তা অস্বীকার করেন আরিয়ান খান এবং তাঁর আইনজীবী। তবে শুক্রবার যে ৬ হাজার টাকার চার্জশিট আদালতে জমা পড়ল, নাম নেই আরিয়ানের।
বিভি/এজেড
মন্তব্য করুন: