আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক ফারুকী

আগামী ৮ থেকে ১৯ জুন পর্যন্ত সিডনিতে শুরু হচ্ছে সিডনি চলচ্চিত্র উৎসব। জনপ্রিয় এই উৎসবে এবার বিচারক হিসাবে থাকছেন বাংলাদেশের গুণি নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী। জানা গেছে, উৎসবটির ১২ টি শাখায় তিনি মূল্যায়নের কাজ করবেন।
সিডনি উৎসবের পরিচালক নাশেন মুডলি বলেন, পাঁচ জন পেশাদার চলচ্চিত্র নির্মাতা ও কুশলীর সমন্বয়ে এবারের জুড়ি বোর্ড গঠন করা হয়েছে। এবারের উৎসবে ১২ টি শাখায় পুরষ্কার প্রদান করা হবে।
বিচারক প্যানেলে ফারুকীর সঙ্গে অভিনেতা-পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া); বার্লিন গোল্ডেন বিয়ারবিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক),বাফটা-মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), এবং ইউকা সাকানো (জাপান)।
বিভি/এসআই
মন্তব্য করুন: