• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মধ্যরাতে রাফির সঙ্গে তমা মির্জার ভিডিও প্রকাশ

প্রকাশিত: ১৩:০০, ২ জুন ২০২২

ফন্ট সাইজ
মধ্যরাতে রাফির সঙ্গে তমা মির্জার ভিডিও প্রকাশ

তমা মির্জা ও রায়হান রাফি

দেশের চলচ্চিত্রাঙ্গনের বেশ আলোচিত নাম তমা মির্জা। অন্যদিকে নির্মাতা হিসেবে সুনাম কুড়াচ্ছেন রায়হান রাফি। সম্প্রতি বেশ কিছু দিন ধরেই নায়িকা তমা মির্জার সঙ্গে রায়হান রাফির সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। সেই গুঞ্জন আরও প্রসাতির করেছে একটি ভিডিও। যে ভিডিওটি প্রকাশ হয়েছে বুধবার প্রথম প্রহরে।

মধ্যরাতে নায়িকার সঙ্গে একটি ভিডিও প্রকাশের পর তাদের এই সম্পর্ক আরও ডালপালা মেলতে শুরু করেছে। এরপর থেকেই তাদের প্রেমের বিষয়টি নতুন করে চর্চায় রয়েছে। যদিও নিজেদের বন্ধু বলেই পরিচয় দেন তারা।

বুধবার (০১ জুন) নায়িকা তমা মির্জার জন্মদিন ছিল। তার বিশেষ এই দিনের প্রথম প্রহরে অর্থাৎ ৩১ মে মধ্যরাতে কেক কেটে মুখে তুলে খাইয়ে দিয়েছেন রায়হান রাফি। সামাজিকমাধ্যমে প্রকাশ করেছেন সেই একান্ত ভিডিওটি। পরে রাফির ওই ভিডিওটি নিজের টাইমলাইনে শেয়ার করেন তমা মির্জাও। 

বাংলাদেশের সিনেমায় নতুনত্ব এনেছেন নির্মাতা রায়হান রাফি

ভিডিওর ক্যাপশনে রায়হান রাফি লেখেন, আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে বলছি, তোমার এই বিশেষ দিনটি সুখের হোক। আনন্দময় হোক পুরো বছর। শুভ জন্মদিন। ’

একই ভিডিও নিজের ওয়ালে শেয়ার করেছেন তমা মির্জা। তিনি লেখেন, ‘ধন্যবাদ রাফি। ভালোবাসা। তোমাকে দিয়ে জন্মদিনের উৎসব শুরু করলাম। ’

রায়হান রাফির ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্লোর নম্বর ৭’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তমা মির্জা। 

‘নদীজন’ সিনেমায় দারুণ অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তমা মির্জা

‘পোড়ামন ২’, ‘দহন’-এর নির্মাতা রায়হান রাফি এখনও বিয়ে না করলেও তমা মির্জা বিয়ে করেছিলেন। ২০১৯ সালে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার এক ব্যবসায়ীকে বিয়ে করলেও ২০২১ সালের ডিসেম্বরে বিচ্ছেদ হয় তাদের। এরপর থেকে তমাও সিঙ্গেল আছেন।

 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2