যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে `আগামীকাল`

‘দারুচিনি দ্বীপ’-এর ১৫ বছর পর একসঙ্গে সিনেমায় জুটি হলেন ইমন ও মম। অবশেষে মুক্তি পেলো অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’। শুক্রবার (৩ জুন) সারাদেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি।
সাইকো-থ্রিলারধর্মী এই সিনেমাতে ইমন, মম ছাড়া আরও অভিনয় করেছেন সূচনা আজাদ, টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, আশিস খন্দকার, সাবেরী আলম, তারেক স্বপন প্রমুখ।
ইমন বলেন, ‘দেশের সেরা ৩০টি প্রেক্ষাগৃহে ‘আগামীকাল’ মুক্তি পেয়েছে। এটা বেশ ভালো লাগছে। সিনেপ্লেক্সসহ বড় সব প্রেক্ষাগৃহেই আমাদের সিনেমাটি আজ থেকে দেখা যাবে।'
পরিচালক অঞ্জন আইচ বলেন, ‘ত্রিভুজ ভালোবাসার গল্প নিয়ে এই সিনেমা। ইমনের সঙ্গে দুই নায়িকার প্রেম বা ট্রায়াঙ্গেল লাভ হয়ে যায়। রোমান্টিক থ্রিলার টাইপ সিনেমা এটি।’
যে ৩০ প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেয়েছে ‘আগামীকাল’:
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা শপিং মল, সীমান্ত সম্ভার, সনি স্কয়ার), ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা (ঢাকা), শ্যামলী (ঢাকা), আনন্দ (ঢাকা), চিত্রামহল (ঢাকা), বর্ষা (জয়দেবপুর), সংগীত (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), নিউমেট্রো (নারায়ণগঞ্জ) রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), মনিহার (যশোর), মধুবন (বগুড়া), শাপলা (রংপুর), মডার্ন (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), গীতা (খুলনা), পূরবী (ময়মনসিংহ), নন্দিতা (সিলেট), সুগন্ধা (চট্টগ্রাম), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), পূর্বাশা (শান্তাহার), রাজিয়া (নাগরপুর) ও অভিরুচী (বরিশাল)।
বিভি/জোহা
মন্তব্য করুন: