আমার মুখ বিক্রি করার ইচ্ছেটাই বেশি থাকে: জয়া আহসান
`গুণের কদর করতে জানে টালিউড`

ছোট পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া জয়া আহসান নিয়মিত হয়েছেন চলচ্চিত্রে। এপার বাংলা, ওপার বাংলা দুই জায়গাতেই অভিনয় দিয়ে দাপিয়ে বেড়েচ্ছেন এই সুদর্শনী। বর্তমান সময়ে কলকাতার দর্শকদের কাছে হয়ে উঠেছেন প্রিয় অভিনেত্রী।
অনেকের মতে, কলকাতায় এই অভিনেত্রীর জনপ্রিয়তা বাংলাদেশের চেয়েও বেশি। সেখানে সেরা অভিনয়ের জন্য পেয়ে যাচ্ছেন নানান পুরস্কার ও সম্মাননা। গত ১৮ মে টালিউডে ‘আনন্দলোক’ -এ শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। এর আগে টানা তিনবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়ে বাঙালিদের মধ্যে রেকর্ড গড়েছেন। জি সিনে অ্যাওয়ার্ডসও রয়েছে তর ঝুলিতে।
আরও পড়ুন:
- যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে `আগামীকাল`
- সুশান্তের মৃত্যুর পর প্রথমবার বিদেশ সফরের অনুমতি পেলেন রিয়া
এ প্রসঙ্গে জয়া বলেন, 'গুণের কদর করতে জানে টালিউড। আমি এলেবেলে কাজ করলে ছুড়ে ফেলে দিতেও সময় নেবে না, আবার ভালো কাজের পর মাথার তাজ করতেও কুণ্ঠাবোধ করবে না। দুঃখজনক হলেও সত্যি, আমাদের বাংলাদেশে কথা হয় বেশি, কাজ হয় কম। আমি তো সবসময় বলি, এখানে তেল আর ঘি একই দামে বিক্রি হয়। যখন আমি ভালো সিনেমা করার জন্য মুখিয়ে ছিলাম, তখন আমার দেশে কেউ আমাকে নিয়ে গল্প ভাবেনি, ভালো কোনো প্রস্তাব নিয়ে আসেনি। কলকাতায় যাওয়ার পর থেকে দৃশ্যপট বদলে যেতে শুরু করল।'
তিনি আরও বলেন, 'এখন আমার দেশে যতটা না আমাকে ভেবে চিত্রনাট্য লেখা হয়, তার চেয়ে আমার মুখ বিক্রি করার ইচ্ছেটাই বেশি থাকে। কিন্তু আমি পোস্টারে থাকলে কতটা আওয়াজ উঠবে, তার চেয়ে বেশি কলকাতার নির্মাতারা ভাবেন, জয়ার অভিনয় কতটা নান্দনিকভাবে ফুটিয়ে তোলা যাবে।’
বিভি/জোহা
মন্তব্য করুন: