এবার বিচ্ছেদের পথে পিকে-শাকিরা

তারকাদের সম্পর্কের বিচ্ছেদ যেন এখন রোজকার ঘটনা। আর এবার সেই পথেই হাঁটছেন কলম্বিয়ান সুপারস্টার শাকিরা ও বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে। শনিবার (৪ জুন) দীর্ঘদিনের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন এই তারকা দম্পতি। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
এই তারকা জুটি জানান, আমরা দুঃখিত যে আমরা আমাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করছি। আমাদের সর্বাধিক অগ্রাধিকার, আমাদের সন্তান। তাদের ভালোর জন্য আমরা আমাদের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি।
শোনা যাচ্ছে পিকের পরকীয়াই বিচ্ছেদের পর্দা টেনে দিয়েছে এই যুগলের মাঝে। এমনকি বিচ্ছেদের কারণে শাকিরাকে ‘অ্যাংজাইটি অ্যাটাক’ আক্রান্ত হয়ে হাসপাতালে পর্যন্ত যেতে হয়। অ্যাম্বুলেন্সে উঠার সময়ও নাকি জনপ্রিয় এই তারকা কাঁদছিলেন।
২০১০ এর বিশ্বকাপ ফুটবলের থিম সং গেয়েছিলেন শাকিরা। সেই সময় থেকে সম্পর্কে জড়ান স্প্যানিয়ার্ড ডিফেন্ডার জেরার্ড পিকের সাথে। বেশ কিছু বছর প্রেমের পর বিয়ে করেন তারা। দুই সন্তানও রয়েছে এই দম্পতির।
বিভি/জোহা
মন্তব্য করুন: