কার্তিক আরিয়ানের ভক্তদের জন্য আবারও এলো খারাপ খবর

বলিউডে নিজের অবস্থান শক্ত করে ফেলেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। বক্স অফিসে দারুণ ব্যবসা করছে কার্তিক অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’। এই ভালো সময়ে এলো একটি দুঃখের সংবাদ। আবারও করোনাভাইরাসে আক্রান্ত হলেন এই নায়ক।
আরও পড়ুন:
- কেকে`র পর এবার না ফেরার দেশে পণ্ডিত ভজন সোপোরি
- সুশান্তের মৃত্যুর পর প্রথমবার বিদেশ সফরের অনুমতি পেলেন রিয়া
শনিবার (৪ জুন) ইনস্টাগ্রাম পোস্টে নিজের করোনা পজিটিভ হওয়ার কথা জানান এই বলিউড তারকা। এদিন একটি ছবি পোস্ট করে লেখেন, ‘সব কিছুই খুব পজিটিভ ভাবে কাটছিল, তাই কোভিডও আর থাকতে পারল না’।
‘ভুলভুলাইয়া ২’-এর প্রচারে ব্যস্ত সময় পার করছিলেন কার্তিক। অনিজ বাজমি পরিচালিত এই ছবিতে কার্তিক ছাড়াও অভিনয় করেছেন টাবু, কিয়ারা আদভানি, রাজপাল যাদব। এখনও পর্যন্ত এই ছবির বক্স অফিস কালেকশন ১৪৪ কোটি টাকা।
বিভি/জোহা
মন্তব্য করুন: