• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এবার অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশের ‘রিকশা গার্ল’

প্রকাশিত: ১৪:৩৩, ৫ জুন ২০২২

আপডেট: ১৫:০৩, ৫ জুন ২০২২

ফন্ট সাইজ
এবার অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশের  ‘রিকশা গার্ল’

বাংলাদেশের একজন গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। 'আয়নাবাজি' সিনেমা দিয়ে যিনি করছেন বাজিমাত। তার আরও একটি সিনেমা  ‘রিকশা গার্ল’। এবার অস্ট্রেলিয়ায় মুক্তি পাবে আলোচিত এই ছবিটি। 

আগামী ৮ জুন থেকে অস্ট্রেলিয়ার ‘হয়েটস’-এর বিভিন্ন শাখাগুলোতে মুক্তি পাচ্ছে নভেরা রহমান, চম্পা, মোমেনা চৌধুরী, এ্যালেন শুভ্র অভিনীত এই সিনেমাটি। ‘হয়েটস’ বিশ্বের প্রথম সারির চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ৫০টিরও বেশি শহরে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। 

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট কেনা যাবে। ছবিটির প্রদর্শন সহযোগী প্রতিষ্ঠান ‘বঙ্গজ ফিল্মস’-এর সহায়তায় ‘হয়েটস’-এর শাখাগুলোতে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন পরিচালক। এর মধ্যে ‘হয়েটস’-এর ওয়েবসাইটে ‘রিকশা গার্ল’ ছবির পোস্টার ও ট্রেলার দেখা যাচ্ছে।

জানা যায়, অস্ট্রেলিয়ার বৃহত্তম ছবি প্রদর্শনকারী প্রতিষ্ঠানটি এবারই প্রথম কোনো বাংলাদেশি ছবি পরিবেশনা করছে। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2