‘লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই একমনে চেয়ে থাকি’

ছবি: পরীমণি’র ফেসবুক পেইজ থেকে নেওয়া।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবর আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। সম্প্রতি আলোচনায় এসেছেন প্রেম, বিয়ে ও প্রেগনেন্সি নিয়ে।
কিছু দিন আগে কক্সবাজারে গিয়ে বেবি বাম্পের ছবি নিজের ফেসবুক পেইজে পোস্ট করে সমালোচিত হয়েছেন। তবে পরীমণি কখনওই কোনো সমালোচনাকে পাত্তা না দিয়ে নিজের মাতৃত্বকে উপভোগ করে চলেছেন। পোস্ট করছেন স্বামী রাজের সঙ্গে একের পর এক ছবি।
বুধবার (৮ জুন) ৬টা ০৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে স্বামী রাজের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করেছেন।
ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমি এত এত বার লিখতে চেয়েছি কিছু …পারছি কই আর!
লিখতে গিয়ে কেবল ছবিটার দিকেই একমনে চেয়ে থাকি। কি যে মায়া! এমন মায়ার মুহূর্তেরা পৃথিবীর সমস্ত সুখ এক করে দেয়। শুকরিয়া।’
২০২১ সালের ৪ আগস্ট পরীমণির বাসায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য জব্দ করে র্যাব। পরদিন গত ৫ আগস্ট র্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমণি ও তার সহযোগী দিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করা হয়। এই ঘটনায় জেল হাজতেও নেওয়া হয় পরীমণিকে। জেল থেকে বেরিয়ে একের পর এক সমালোচনার মুখে পড়ছেন এই নায়িকা।
বিভি/এএন
মন্তব্য করুন: